কিশোরগঞ্জের সংস্কৃতিকর্মী সুনীল দেবনাথ পরলোকে
কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ১৪:০৮
কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ সাবেক বিএডিসি কর্মচারী সুনীল দেবনাথ (৬৫) মারা গেছেন।
সোমবার রাতে জেলা শহরের বত্রিশের (জেলা স্মরণী মোড়) বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার আমলীতলা শ্মশানঘাটে তার লাশ দাহ করা হয়।
সুনীল দেবনাথ একাধারে সংগীত শিল্পী ও নাট্যাভিনেতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন