নরসিংদীর সেই ‘বিন্দু মাসী’ এখন কারাগারে
রহস্যজনক কারণে পুলিশের হাত থেকে ছাড়া পেলেও ‘বিন্দু মাসী’কে শেষ পর্যন্ত তাকে কারাগারে যেতেই হয়েছে।
চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার আসামি হিসেবে বুধবার বিকালে নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন।
প্রসঙ্গত, মাদক দ্রব্য বিক্রির সমালোচনা করায় ‘বিন্দু মাসী’ ও তার লোকজন গত ২৪ জানুয়ারি রাতে সুজন নামে হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
(ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন