স্বজনপ্রীতি নিয়ে আলোচনা চান না আলিয়া

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ১২:০৬| আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১২:৩২
অ- অ+

বলিউডে কি আদৌ স্বজনপ্রীতি হয়? কঙ্গনা রানাউতের সাম্প্রতিক মন্তব্যের পর এই আলোচনাতে আপাতত সরগরম বলিউড টাউন। এ বার সেই আলোচনাতে যোগ দিলেন আলিয়া ভাট। তার মনে হয়, অযথা স্বজনপ্রীতি নিয়ে একটু বেশিই আলোচনা হচ্ছে। এ বার বোধহয় এই আলোচনা বন্ধ হওয়া উচিত।

বলিউড ফিল্মের ইতিহাসে ভাট পরিবারের আলাদা জায়গা রয়েছে। সেই পরিবারের মেয়ে আলিয়া ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি দিয়েছিলেন পরিচালক করণ জোহরের হাত ধরে। এর পর একে একে ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’—র মতো ছবিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।

অভিজ্ঞতা বেড়েছে, তাই দায়িত্বও অনেকটাই বেড়েছে বলে মনে করেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান বলে অনেক বেছে ছবিও করেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে আদৌ স্বজনপ্রীতি হয় কি না সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। তার কথায়, ‘স্বজনপ্রীতি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এ বার বোধহয় বন্ধ হওয়া উচিত।’

(ঢাকাটাইমস/১৯মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা