কুমিল্লায় জয়ের জন্য বিরামহীন প্রচারে দুই দল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ২০:২৬
অ- অ+

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের প্রায় দুই সপ্তাহ বাকি থাকতে ভোটারদের মন জয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দুই দল। রাজনীতিতে আপাত দুর্বল অবস্থানে থাকা বিএনপি এই নির্বাচনে জিতে তাদের সমর্থনের প্রমাণ দিতে চায়। আর আওয়ামী লীগ দেখাতে চায়, মাঠ পর্যায়ে তাদের অবস্থান কতটা সংহত।

এ কারণে লড়াইটা আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বা বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে সীমাবদ্ধ নেই। নির্বাচনী এলাকার বাইরেও দুই প্রধান দলের কর্মী সমর্থকদের দৃষ্টিও এখন কুমিল্লায়। সেখানে কী হচ্ছে, কারা এগিয়ে এই প্রশ্নের জবাব পাওয়ার চেষ্টা করছেন তারা নানাভাবে।

আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের পক্ষে এখন কুমিল্লায় চলছে নির্ঘুম প্রচার। দুই প্রার্থীর সঙ্গে স্থানীয় নেতাদের সঙ্গে এলাকা চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। গণসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছেন তারা। ভোটারদের আকৃষ্ট করতে এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আওয়ামী লীগের গণসংযোগ

গত ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে কুমিল্লায়। প্রচারের পঞ্চম দিনে রবিবার দিনব্যাপী নগরের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন প্রার্থী সীমা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সজীত রায় নন্দী নগরীর তিন নং ওয়ার্ড কালিয়াজুঁড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের নেতৃত্বে গণসংযোগ চলে ছয় নং ওয়ার্ড এর গর্জনখোলাসহ বিভিন্ন এলাকায় ।

বিএনপির গণসংযোগ বিএনপি প্রার্থী সাক্কুর পাশেও আছেন কেন্দ্রীয় নেতারা। ১৫ ও ২২ নং ওয়ার্ডে আজ সকালে প্রচারে নামেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। ১৫নং ওয়ার্ডে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, একরামুল হক বিপ্লবকে সাথে নিয়ে চকবাজার, কাশারীপট্টী, বালুধুম, বজ্রপুর, কাটাবিল সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।

জয়নুল আবেদীন ফারুক নগরীর ধর্মসাগরপাড়ায় বিএনপির কার্যালয়ে এক কর্মী বৈঠকে বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে মনিরুল হক সাক্কুকে ভোটে বিজয়ী করতে হবে।

১১, ১২নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী এবং পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌত্তম চক্রবর্তীর নেতৃত্বে, আট নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভূইয়ার নেতৃত্বে, ১৯নং ওয়ার্ড বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহম্মেদ এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ মো. শামিমের নেতৃত্বে, ছয় নং ওয়ার্ডে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরুর নেতৃত্বে চলে প্রচার।

বিকালে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে এক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্রের সংগ্রাম সফল করতে নির্বাচনে বিএনপি প্রার্থীকে জেতাতে হবে।’

ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারের ব্রিফিং করছেন ডিজি
কক্সবাজারে মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
প্লাস্টিকের বস্তায় লুকানো ছিল দোনলা পাইপগান
একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা