বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০০:০১ | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ২২:৪১

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ভবনের ভেতরে প্রবেশ করে।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার পর ৩০ তলা কেন্দ্রীয় ব্যাংক ভবনের ১৩ তলায় বৈদেশিক মূদ্রা নীতি বিভাগে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচারলক মাসুদুর রহমান আকন্দ। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগুন বেশি ছড়াতে পারেনি। ভবনের ১৩ তলাতেই সীমাবদ্ধ ছিল।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহামুদুল হক ঢাকাটাইমসকে জানান, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে বিভিন্ন স্টেশন থেকে দশটি ইউনিট যায় সেখানে। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার পরপর বাংলাদেশ ব্যাংকের মূল ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ছাড়া আর কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। ভবনের চারপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে। ভবনের পাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

(ঢাকাটাইমস/২৩মার্চ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :