সোনারগাঁয় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ২১:০৬| আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২১:৩৪
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মোগরাপাড়া ইউপির এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন মাঠে এ সম্মেলন হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের, সাবেক সাংসদ আবদুল্লাহ আল-কায়সার, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোঃ জাহিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন সুলতানা ঝরা, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কাজী সারোয়ার হোসেন ও কেন্দ্রীয় নেতা রোবায়েত হোসেন শান্ত প্রমুখ।

সম্মেলনে রফিকুল ইসলাম নান্নু সভাপতি ও আলী হায়দারকে সাধারণ সম্পাদক এবং কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এএইচএস/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, কুয়েত সিটি ও বাগদাদে ‘বিপজ্জনক’
দিনে তিন কাপ কফি বাড়ায় আয়ু! ক্যানসার-হার্টের সমস্যাও হবে পগারপার
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা