ঝগড়া থামাতে গিয়ে ইউপি সদস্য খুন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ০৯:০৫| আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০৯:১০
অ- অ+

কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নে আব্দুল মান্নান নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের মধিনগর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানায়, দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের মধিনগর ও রাজাপুর গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। বিকালে রাজাপুর ও মধিনগর গ্রামের সীমান্তে অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে চালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউপি সদস্য আব্দুল মান্নান চেষ্টা করলে প্রতিপক্ষের লোক তাকে কুপিয়ে হত্যা করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, কুয়েত সিটি ও বাগদাদে ‘বিপজ্জনক’
দিনে তিন কাপ কফি বাড়ায় আয়ু! ক্যানসার-হার্টের সমস্যাও হবে পগারপার
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা