রূপগঞ্জে স্কুলশিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ২০:৫১
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুলশিক্ষার্থীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শহর আলী ওরফে জাকির।

সোমবার সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহর আলী ওরফে জাকির নরসিংদী জেলার আশুলিয়া গ্রামের মৃত জমশের আলির ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাউল ইসলাম জানান, গত ২৫ ফেব্রুয়ারি সদর ইউনিয়নের ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহর আলী ওরফে জাকির ও তার সহযোগী খলিল স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

অপহরণের ১৩ দিন পরে পুলিশ অপহৃতা স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে। গত ৯ মার্চ মামলার অপর আসামি খলিলকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি শহর আলী ওরফে জাকিরকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এআরএস/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথা-নগরকান্দায় রাস্তাবিহীন তিন সেতু নির্মাণ, জনদুর্ভোগ চরমে
কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
ঠাঁকুরগাঁওয়ে সুদের কারবারি সাঈদের কাছে জিম্মি কয়েক গ্রামের শতাধিক পরিবার
টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে অনন্য কীর্তি সাউদির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা