পৃথক অভিযানে নওগাঁয় চার জেএমবি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ২১:০০
অ- অ+

নওগাঁর মান্দা, রাণীনগর ও আত্রাই এ তিন উপজেলা থেকে চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, জেলার মান্দা উপজেলার সৈয়দপুর পূর্বপাড়া গ্রামের মোবারক হোসেন ও একই গ্রামের বিদ্যুৎ হোসেন নামে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এই দুই জেএমবি সদস্য বগুড়া জেলার শেরপুর থানার তালিকাভুক্ত জেএমবির সদস্য। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে জেলার রাণীনগরে রুহুল আমিন মোল্লা নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুহুল আমিন মোল্লা উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মৃত- মকছেদ আলীর ছেলে।

ভোরে রাণীনগর বাজারের নিকটে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাণীনগর থানার পরিদর্শক শফিকুর রহমান জানান, রুহুল আমিন একজন জেএমবির তালিকাভুক্ত সদস্য। দীর্ঘদিন থেকে সে পালিয়ে ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় তাকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রাম থেকে রফিকুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে বিকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা জানান, রফিকুল ইসলাম জেএমবির তালিকাভুক্ত সদস্য। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে মামলা রয়েছে। বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের স্বার্থ রক্ষায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি, ভৈরবে লংমার্চের পথসভায় মুন্না 
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের
জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
ব্যয় সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা