দেশের স্বার্থ রক্ষায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি, ভৈরবে লংমার্চের পথসভায় মুন্না 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩
অ- অ+

বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। কারও ষড়যন্ত্রে কখনো পিছুপা হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতীতেও কাজ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। বলেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আগরতলা অভিমুখী বিএনপির তিন সংগঠনের লংমার্চ যাত্রায় ভৈরবের পথসভায় এসব কথা বলেন যুবদল সভাপতি।

গত ডিসেম্বর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদীদের ন্যক্কারজনক হামলা কথা উল্লেখ করে মুন্না বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বিএনপি রাজনীতি করে। প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষায় মাঠে নেমেছি। এই আন্দোলন একটি শান্তিপূর্ণ কর্মসূচি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশের জনগণকে সাথে নিয়ে মাঠে থাকব।’

যুবদল সভাপতি বলেন, ‘বিগত ১৫ বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে ভারত সরকার। এমনকি তার পতনের পর তাকে আশ্রয় দিয়েছে তারা। সেখান থেকে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও দোসররা।’

সংক্ষিপ্ত পথসভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদল সভাপতি রাকিব হোসাইন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ রাজিব হাসান, কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামানর শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম সুমন প্রমুখ।

পথসভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা