ইউপি চেয়ারম্যান হত্যায় ৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৭, ২০:০৮
অ- অ+

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান তাহের উদ্দিন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রবিবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের হাকিম মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাবেক চেয়ারম্যান আ: কুদ্দুছ, আ: রাশিদ, রিপন, হাশিম উদ্দিন ও রুহুল আমীন (মৃত)।

মামলা চলাকালে আসামি রুহুল আমিনের মৃত্যু হলে আদালত তাকে সাজা দেয়ার পর মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহের উদ্দিনকে ২০০০ সনের ১২ নভেম্বর স্থানীয় হাজীপুর বাজারে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার সাবেক চেয়ারম্যান আ: কুদ্দুছ ও তার লোকজন এ হত্যাকাণ্ড ঘটায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে নিহতের ছেলে সালাউদ্দিন বাদী হয়ে ২৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত অন্য আসামিদের বেকসুর খালাস দেয়।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও আসামি পক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/২এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় ফুটপাতে গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড় 
শুরুতেই সাজঘরে ফিরে গেলেন তানজিদ তামিম-লিটন দাস, চাপে বাংলাদেশ
মির্জাপুরে অবৈধ ৬ ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা 
বিটিআরসির দুই কমিশনারের নিয়োগ বাতিল করল সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা