নরসিংদীর বাজারগুলোতে ফরমালিনযুক্ত মাছ

এম লুৎফর রহমান, নরসিংদী
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৭, ১১:১৭
অ- অ+

নরসিংদীতে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিষাক্ত ফরমালিন, রঙ ও কীটনাশক দিয়ে আসছে। বর্তমানে সারাদেশে প্রতিবছর ১০০ টনের বেশি ফরমালিন মাছ ও খাদ্যদ্রব্যে ব্যবহার হচ্ছে।

নরসিংদীর ব্রাহ্মন্দী নতুন বাজারসহ শহরের বিভিন্ন বাজারে ৫০ শতাংশ পচা ও অর্ধপচা মাছ তাজা দেখানোর জন্য ক্ষতিকর রঙ ব্যবহার করা হচ্ছে। রুই, কাতলা, মৃগেল, সামুদ্রিক মাছ, সরপুঁটি, কাঁচকি, কালবাউশসহ বিভিন্ন মাছে ফরমালিন দিলে ৫-৭ দিনেও পচে না। বাজারে ১-৫% মাত্রায় রুই জাতীয় মাছে ফরমালিন দেয়া হয়।

সরকারের প্রশাসনিক কর্মকর্তারা এসব মাছ পরীক্ষা করে প্রায়ই জব্দ করেন। কিন্তু তারপরও ফরমালিন ব্যবহার কমেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা ঢাকাটাইমসকে জানায়, সকালে ব্রাহ্মন্দী নতুন বাজার থেকে বড় রুই মাছ কিনে আনে। মাছটি দেখতে সুন্দর হলেও মাছ কাটার পর ভেতর থেকে বাজে গন্ধ বের হতে থাকে। প্রতিনিয়তই এভাবে জনসাধারনকে হয়রানির শিকার হতে হচ্ছে।

এসব বিষয়ে প্রশাসনের নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যাম্পাস বেইজড গণসচেতনতামূলক আন্দোলনের পথিকৃৎ আনোয়ার হোসেন
বিজিবিতেও আয়নাঘরের দাবি অপপ্রচার: সদরদপ্তর
সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টের রুল
টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশকে ক্যারিবীয় অধিনায়কের হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা