জমি নিয়ে রূপগঞ্জে চাচাকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৭, ১৩:২৩| আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:৩৪
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সীমানা বিরোধ নিয়ে ভাতিজারা তাদের চাচাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঐরাব এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আমানুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে ভাতিজা শাহজাহান ও কাউসারের সঙ্গে আমানুল্লাহর জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই ভাতিজা শাহজাহান, কাউসার, জোছনা বেগম ও আফিয়াসহ অজ্ঞাত ২-৩ জন তার বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে আমানুল্লাহ ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তার ভাতিজারা পালিয়ে যায়। স্থানীয়রা আমানুল্লাহকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ধরনের কোন এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেয়াইনের নামে দুবাইয়ে ৪টি ফ্ল্যাট কিনেছেন লোটাস কামাল
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
জামিন নামঞ্জুর, কারাগারে মিষ্টি সুভাষসহ দুইজন
নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোস্তফা, সম্পাদক আতাউর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা