মানিকগঞ্জের লেছড়াগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হোসেন ইমাম ওরফে সোনা মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আনারস প্রতীক নিয়ে মোট ২৮৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ৪৩৪টি।
রবিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
অপর দিকে ঘিওর উপজেলা বড়টিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ নির্বাচনে সদস্য পদে ১১৫১ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল হাশেম মহুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ১০০৪ ভোট।
এছাড়া দৌলতপুর উপজেলা বাঘুটিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডে উপ নির্বাচনে সদস্য পদে ৯৯৯ ভোট পেয়ে আমিনুর রহমান ওরফে কহিনূর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল ৫১৪ ভোট পেয়েছেন।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন