পাকুন্দিয়ায় উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মানিক বিজয়ী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ২০:৫৫
অ- অ+

পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচনে মোরগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহারিয়ার মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে ৮৭৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহবুর রহমান পেয়েছেন ৫০৭ ভোট। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে অন্য প্রার্থী মোস্তাফিজ জামান (ঘুড়ি) পেয়েছেন মাত্র ৪ ভোট।

মোট দুই হাজার ১৪২ জন ভোটারের মধ্যে উপনির্বাচনে মোট এক হাজার ৪১৪জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২৪টি ভোট বাতিল হয়।

গত ৩১শে ডিসেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে জাঙ্গালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টানা দুইবার নির্বাচিত সদস্য মো. কুদ্দুস মিয়া মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া সদস্য পদে উপনির্বাচনের জন্য গত ১০ই মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যাম্পাস বেইজড গণসচেতনতামূলক আন্দোলনের পথিকৃৎ আনোয়ার হোসেন
বিজিবিতেও আয়নাঘরের দাবি অপপ্রচার: সদরদপ্তর
সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টের রুল
টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশকে ক্যারিবীয় অধিনায়কের হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা