গাজীপুরে আগুনে পুড়ল ২৫ ঘর
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ২৫টি বসতঘর ও ১৫টি দোকান। পরে ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
উপজেলার পূর্বচান্দরায় রবিবার রাত দেড়টার দিকে এ আগুন লাগে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে শুকুর আলীর মালিকানাধীন দোকানে প্রথম আগুন লাগে। পরে তা আশেপাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও ডিইপিজেড থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন