গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ১৮:১৮
গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
নিহত ইন্নছ আলী কিশোরগঞ্জের ঘাগতি এলাকার তৈয়বুর রহমানের ছেলে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় রেল লাইন পার হচ্ছিলেন ইন্নছ আলী। এসময় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন