জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে টঙ্গী পুলিশ
গাজীপুরের টঙ্গীতে জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। রবিবার বেলা ৩টা থেকে টঙ্গী থানা এলাকাকে ৬০টি ভাগে বিভক্ত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
টঙ্গী থানায় এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, টঙ্গী অঞ্চলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বসবাস করে। টঙ্গীতে অবস্থান করে সন্ত্রাসী এবং জঙ্গিরা যাতে কোনো প্রকার অপতৎরপতা চালাতে না পারে সেজন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, পুলিশের পাঁচ শতাধিক সদস্য ১৫টি ওয়ার্ডকে ৬০টি ভাগে বিভক্ত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় অধিবাসীদের সহায়তায় এ অভিযানে বাড়িওয়ালাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। এ অভিযানে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ জনপ্রতিনিধিরা সম্পৃক্ত রয়েছেন।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন