পাজেরোতে মুক্তিযোদ্ধা সংসদের স্টিকার লাগিয়ে গাঁজা পাচার
পাজেরো জিপ গাড়ির সামনের গ্লাসে মুক্তিযোদ্ধা সংসদ লেখা স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করার সময় তা আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৭০ কেজি গাঁজা।
মঙ্গলবার সকালে উপজেলার বাগড়া-কুমিল্লা সড়কের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জিপটি আটক করা হয়। যার রেজি নং- ঢাকা মেট্রো-ঘ-০২-২১১৬। এসময় চালকসহ তিনজন মাদক বিক্রেতা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ওই বিদ্যালয়ের সামনে গাড়িটি থামানোর নির্দেশ দিলে চালকসহ তিনজন গাড়ি রেখে দৌড় দেয়। পরে গাড়ির পেছনের সিট ও নিচে তল্লাশি করে ৭টি সাদা প্লাস্টিকের বস্তায় ৩৫টি পেকেটে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় পাজারো জিপটি।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে মো. নুরুল ইসলাম প্রকাশ নুরু (৪২) ও তার সহযোগী অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে মাদক আইনে থানায় মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএএম শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন