পাজেরোতে মুক্তিযোদ্ধা সংসদের স্টিকার লাগিয়ে গাঁজা পাচার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ২২:৩১
অ- অ+

পাজেরো জিপ গাড়ির সামনের গ্লাসে মুক্তিযোদ্ধা সংসদ লেখা স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করার সময় তা আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৭০ কেজি গাঁজা।

মঙ্গলবার সকালে উপজেলার বাগড়া-কুমিল্লা সড়কের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জিপটি আটক করা হয়। যার রেজি নং- ঢাকা মেট্রো-ঘ-০২-২১১৬। এসময় চালকসহ তিনজন মাদক বিক্রেতা পালিয়ে যায়।

পুলিশ জানায়, ওই বিদ্যালয়ের সামনে গাড়িটি থামানোর নির্দেশ দিলে চালকসহ তিনজন গাড়ি রেখে দৌড় দেয়। পরে গাড়ির পেছনের সিট ও নিচে তল্লাশি করে ৭টি সাদা প্লাস্টিকের বস্তায় ৩৫টি পেকেটে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় পাজারো জিপটি।

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে মো. নুরুল ইসলাম প্রকাশ নুরু (৪২) ও তার সহযোগী অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে মাদক আইনে থানায় মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএএম শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনের ভোট রাতে নয়, দিনেই হবে: মঈন খান
পুনাকের উদ্যোগে সারা: জুলাই বিপ্লবে আহত পাঁচশতাধিক ব্যক্তি পাচ্ছেন আর্থিক সহায়তা
ভারতের মুখে হিন্দু প্রেম, অন্তরে আওয়ামী প্রেম: মঞ্জু
পাবনায় ফুটপাতে গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড় 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা