মির্জাপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৫৪
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারের রাজস্ব কোষাগার থেকে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মির্জাপুর পৌরসভা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের মির্জাপুর ইউনিটের সভাপতি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব মির্জাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, সহ সভাপতি পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসানাত আকন, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন প্রমুখ।

মানববন্ধনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সংবলতি ব্যানারসহ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ তাদের দাবি সংবলিত স্মারকলিপি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরববর পাঠানোর সিদ্ধান্ত নেন।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার উত্তরায় ইসকন সদস্যকে নিয়ে ভারতীয় মিডিয়ার খবর মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত
ছাত্র আন্দোলনের মিছিলে হামলা: সখীপুরে তিন আ. লীগ নেতা গ্রেপ্তার 
জনপ্রশাসন সংস্কার তিন মাসের মধ্যে সম্ভব নয়: আব্দুল মুয়ীদ চৌধুরী
পথে পথে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা