ক্রীড়া সাংবাদিক দেলোয়ারের বোন সড়ক দুর্ঘটনায় নিহত
অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক দেলোয়োর হোসেনের বোন শারমিন ফেরদৌস (৩১) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে আটটায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চানপুর নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক দেলোয়ার জানান, উপজেলার ডোগরা গ্রামের বাড়ি থেকে তার বোন মাহেন্দ্রে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। সেখান থেকে ঢাকা আসার কথা ছিল তার। পথে চানপুর এলাকায় মাহেন্দ্র থেকে পড়ে গিয়ে আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শারমিনের স্বামী ইলিয়াস হোসেন পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডির ইন্সপেক্টর। তিনি বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান রয়েছেন।
দেলোয়ার জানান, তার বোনজামাই বিদেশ থেকে আসার পর শারমিনকে দাফন করা হবে।
দেলোয়ার হোসেনের বোনের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি মরহুমার আত্মার শান্তির জন্য মাগফেরাত কামনা করেন।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেডএ)
মন্তব্য করুন