ফরিদপুরে খাজাবাবার ফাতেহা শরিফ পালনে প্রস্তুত জাকের মঞ্জিল
খাজাবাবা ফরিদপুরীর (কু.ছে.আ.) দুই দিনব্যাপী ফাতেহা শরিফ-২০১৭ পালনের জন্য ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ৩০ এপ্রিল ও ১ মে এ ফাতেহা শরিফ পালন হবে।
বিশ^ জাকের মঞ্জিল সূত্রে জানা যায়, ৫৮ টি ডিপার্টমেন্ট একযোগে মহামিলন মেলার সার্বিক কর্মকা- বাস্তবায়নে কাজ করবে।
পীরজাদা খাজা মাহফুযুল হক মুজাদ্দেদি ও পীরজাদা খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি সব কাজের সামগ্রিক তত্ত্বাবধান ও পরিচালনা করছেন।
দেশ-বিদেশের লাখ লাখ শান্তিকামী মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়সহ নানা ধর্ম, বর্ণের মানুষ মহাসম্মেলনে সমবেত হবেন।
হযরত শাহ্সূফী খাজাবাবা ২০০১ সালের ৩০ এপ্রিল, দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেন।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন