মানিকগঞ্জে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ২৩:১৮
অ- অ+

মানিকগঞ্জে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান।

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) জাকির হাসান, সাবেক পৌর মেয়র মো. রমজান আলী ও মানিকগঞ্জ প্রেসকøাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।

এই প্রতিযোগিতায় হাড়ি ভাঙা ও চেয়ার বদলসহ ২৬টি খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৭৮ জনের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান।

মানিকগঞ্জ জেলা পুলিশের বর্ণাঢ্য এই অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-জয়দেবপুর রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন চালু
২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া, যদি…
আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, কুয়েত সিটি ও বাগদাদে ‘বিপজ্জনক’
দিনে তিন কাপ কফি বাড়ায় আয়ু! ক্যানসার-হার্টের সমস্যাও হবে পগারপার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা