আখেরি মোনাজাতে শেষ হলো জাকের মঞ্জিলের ফাতেহা শরিফ
আখেরি মোনাজাতের মাধ্যমে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে হজরত শাহ্সূফি খাজাবাবা ফরিদপুরী (রহ.)-এর পবিত্র ফাতেহা শরিফ শেষ হয়েছে।এসময় পরম করুণাময়ের দরবারে লাখ লাখ শান্তিকামী মানুষের আকুতি ও কান্নায় মুখরিত হয়ে উঠে দরবার প্রাঙ্গণ।
দুই দিনের এই ফাতেহা শরিফে সোমবার বাদ ফজর আখেরি মোনাজাতে দেশ-জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।
বিশ্বওলি খাজাবাবার আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা খাজা মাহ্ফযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী মোনাজাত পরিচালনা করেন।
দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- জিকির-আজকার, মিলাদ মাহফিল, বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী আলোচনা।
প্রসঙ্গত, বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (রা.)-এর পবিত্র ওফাত দিবস স্মরণে ২০০২ সাল থেকে প্রতিবছর বিশ্ব জাকের মঞ্জিলে এই ফাতেহা শরিফ অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি ২০০১ সালের ৩০ এপ্রিল রাত ১টা ৩৫ মিনিটে তথা ১ মে ভক্তদের শোক সাগরে ভাসিয়ে ইন্তেকাল করেন।
(ঢাকাটাইমস/১মে/এলএ)
মন্তব্য করুন