কুমিল্লায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০১৭, ১৯:১১
অ- অ+

কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া কে.আলী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক তিন ডাকাত হলো- চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের ফজলুর রহমান এর ছেলে দুলাল (৩০), একই ইউনিয়নের নাওতলা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে আলম (২২), কুটুম্বপুর গ্রামের সহিদুল ইসলাম এর ছেলে রাকিব (২২)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা জানান, ১০-১২জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পালিয়ে যাওয়া ডাকাতদের আটক করার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, কুয়েত সিটি ও বাগদাদে ‘বিপজ্জনক’
দিনে তিন কাপ কফি বাড়ায় আয়ু! ক্যানসার-হার্টের সমস্যাও হবে পগারপার
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা