ফেনীতে কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০১৭, ০০:২৬
অ- অ+

ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়ন কৃষি অফিস থেকে এক কৃষি কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ভানু লাল দাস। তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কৃষি অফিস থেকে উপ-সহকারী কর্মকর্তা ভানু লাল দাস (৫০) রাত পর্যন্ত বের না হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তারা থানায় খবর দিলে রাত ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অফিস কক্ষ তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ভানু লাল দাসের বাড়ি ফেনী শহরতলীর তুলাবাড়িয়ায়। সে শহরের ডাক্তারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করত। তার দুই সন্তানের মধ্যে ছেলে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ও মেয়ে নবম শ্রেনীতে পড়ে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মাশহাবি কামাল ফিরোজ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ বুধবার ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/ ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
কাতারে হতে যাচ্ছে ম্যাগা কনসার্ট ও বিজয় মেলা
কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করছেন ডিজি
কক্সবাজারে মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা