রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০১৭, ১৮:১১
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবুনী (৭) ও সুইটি (৫) নামের দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এএসবি ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটার পুকুর থেকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

নিহত বাবুনী কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার সেন্টু মিয়ার মেয়ে ও সুইটি আক্তার একই এলাকার সেন্টু মিয়ার ছোট ভাই ছোটন মিয়ার মেয়ে।

স্থানীয় এলাকাবাসী জানান, গোলাকান্দাইল ইউনিয়নের এএসবি ব্রিক ফিল্ড নামে এক ইটভাটার পুকুরে এক শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ওই পুকুর থেকে বাবুনীর মৃতদেহ উদ্ধার করে। পরে বাবুনীর চাচাতো বোনকে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয় এলাকাবাসী ওই পুকুরে খোঁজাখুঁজি করে বাবুনীর চাচাতো বোন সুইটির মৃতদেহটি উদ্ধার করে।

মৃত শিশু দুইটির পিতা এএসবি ব্রিক ফিল্ডের শ্রমিক বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে বাবুনী ও সুইটি খেলা করতে গিয়ে ওই ইটভাটার পুকুরে পড়ে যায়।

(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার উত্তরায় ইসকন সদস্যকে নিয়ে ভারতীয় মিডিয়ার খবর মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত
ছাত্র আন্দোলনের মিছিলে হামলা: সখীপুরে তিন আ. লীগ নেতা গ্রেপ্তার 
জনপ্রশাসন সংস্কার তিন মাসের মধ্যে সম্ভব নয়: আব্দুল মুয়ীদ চৌধুরী
পথে পথে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা