কুমিল্লায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লায় পিস্তলসহ তৌহিদুল ইসলাম রাজিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকালে নগরীর চাঁনপুর চৌমহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তারর করা হয়।
তৌহিদুল ইসলাম রাজিব নগরীর চাঁনপুর এলাকার শাহ আলমের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ভোরে নগরীর চাঁনপুর বাস স্টেশন সংলগ্ন চৌমহনী এলাকায় মোটরসাইকেলসহ রাজিবকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।
ডিবির এসআই শাহ কামাল আকন্দ ঢাকাটাইমসকে জানান, ‘অস্ত্র ও গুলিসহ রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরীতে দীর্ঘ দিন যাবত লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলেন।
এ ঘটনায় ডিবির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন