বরগুনায় ৩২০ পিস ইয়াবাসহ স্কুলছাত্র আটক

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০১৭, ১১:১০| আপডেট : ১১ মে ২০১৭, ১১:৩৪
অ- অ+
ফাইল ছবি

বরগুনায় ৩২০ পিস ইয়াবাসহ দশম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তার নাম জহিরুল হক।

বুধবার রাত নয়টার দিকে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে তাকে আটক করে হয়।

আটক জহিরুল বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা ছোট লবনগোলা গ্রামের বাসিন্দা এবং বরগুনার ছোট লবনগোলা হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, ডৌয়াতলা বাজার থেকে প্রথমে জহিরুলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি করে প্যান্টের পকেটে ৩২০ পিস ইয়াবা পাওয়া যায়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, জহিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার জহিরুলকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান, আটক ২৫
বিজয় দিবসকে ঘিরে সারা দেশে র‌্যাবের ব্যাপক নিরাপত্তা বলয়
চট্টগ্রামের সাবেক এমপি নদভী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা