রামগড়ে চাঁন্দেরগাড়ি-ট্রাক সংঘর্ষে আহত ১৫
খাগড়াছড়ির রামগড়ে চাঁন্দেরগাড়ি ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে রামগড়-ফেনী সড়কের রামগড় চা বাগান সংলগ্ন বড় বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- স্মননিকা ত্রিপুরা (২৭), লাল ভূষণ ত্রিপুরা (৫৫), সুমিতা ত্রিপুরা (৫৯), জরন বালা ত্রিপুরা (২৫), বর্ণালিকা ত্রিপুরা (১৬) ও জয়ন্ত ত্রিপুরা (৬৫)।
আহতদের সবাই গুইমারার বাইল্যাছড়ি গ্রামের তারাচাঁন পাড়ার অধিবাসী।
রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আতিকুর রহমান জানান, পাঁচ জনের পা এবং এক জনের হাতে মারাত্মক জখম হয়েছে।
পুলিশ জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাঁন্দেরগাড়িতে (খোলা জিপ) করে গুইমারা থেকে ২৫/২৬জনের একটি দল কয়লা মুখ এলাকার সামনের খীল গ্রামে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে রামগড় চা বাগানের বড়বিলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক চাঁন্দের গাড়িটিকে সামনের দিক থেকে সজোরে আঘাত করে।
এ সময় জিপের যাত্রীদের অনেকে আহত হন। রামগড় পুলিশের উপ-পরিদর্শক মো. জসিম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতির পাশাপাশি ট্রাক ড্রাইভারকে ধরার চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন