মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ স্মরণে দোয়া মাহফিল
টাঙ্গাইলের মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন ফটিকের স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মির্জাপুর ক্লাবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করে।
মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, মির্জাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগ আহবায়ক সেলিম সিকদার, যুগ্ম আহবায়ক শামীম আল মামুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহাবুব আলম সবুজ, যুগ্ম আহবায়ক মাসুম রানা প্রমুখ।
দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের সভাপতি সূফী ইকরাম ফারুক।
গত ২ মে দুপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন ফটিক প্রাইভেটকারযোগে টাঙ্গাইল সদর থেকে মির্জাপুরে ফেরার পথে টাঙ্গাইল বাইপাসের দরুন এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটি ধুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান ফরহাদ হোসেন ফটিক। এ দুর্ঘনায় প্রাইভেটকারে থাকা মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের পিতা হাজী সিরাজ মিয়া, চাচা শহীদুল ইসলাম করম ও চালক সবুজ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাইভেটকারের চালক সবুজ মিয়া মারা যান।
(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন