মামলা করে সুখ কেনা যায় না: আইজিপি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০১৭, ২০:২৯| আপডেট : ১৪ মে ২০১৭, ২০:৩১
অ- অ+

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মামলা করে কেউ সুখী হতে পারে না। আর যারা মামলা করে সুখী হতে চায়, তারা কখনই সুখী হতে পারে না।’

রবিবার বিকালে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স মাঠে দম্পতি মেলায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘থানায় মামলা করেই সবকিছু সমাধান করা যায় না। মামলা না করে যদি সমস্যার সমাধান করা যায়, তাহলে মামলার প্রয়োজন হয় না। এজন্য নারী পুলিশ নিয়ে একটি উপ-কমিটি করা হবে, যারা শুধুমাত্র দম্পতিদের নিয়ে কাজ করবে। এসব সদস্য বিভিন্ন এলাকায় গিয়ে দম্পতিদের নিয়ে আলোচনা করে সচেতনতা বৃদ্ধি করবে।’

শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে দম্পতি মেলায় আরও উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্নেল অব. শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাইম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার ও সাধারন সম্পাদক আনল কুমার দে প্রমুখ।

ঢাকাটাইমস/১৪মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা