সংবিধান সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব শিহাব উদ্দীন

সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শিহাব উদ্দীন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধানের একান্ত সচিব পদে মো. আব্দুল্লাহ আল জাফরীর চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক একই পদে মোহাম্মদ শিহাব উদ্দীনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে কমিশন প্রধানের মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএস/এমআর)

মন্তব্য করুন