পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মামুন বরখাস্ত, ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:০০
অ- অ+

সাময়িক বরখাস্ত করা হলো পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে। সর্বশেষ তিনি সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ বহির্গমন বিভাগ-৪ শাখা থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আব্দুল্লাহ আল মামুন। কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি পাসপোর্ট করে দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। দুদকের তদন্তেও যার প্রমাণ মিলেছে।

সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট বিভাগের পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক মামলায় আদালতের চার্জশিট দেওয়া হয়েছে। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপবিধি ২-এর বিধান অনুযায়ী তাকে বরখাস্ত করা হলো। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল নুরুল আনোয়ার বলেন, ‘দুর্নীতি করায় আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। যারাই দুর্নীতির সঙ্গে জড়াবেন তাদের প্রত্যেকে শাস্তির আওতায় আসবেন।’

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা