ফরিদপুরে হাসামদিয়া গণহত্যা দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০১৭, ১৫:৫৩
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনে হাসামদিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শাহ জাফর টেকনিক্যাল কলেজ অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ক্যাম্পাসে স্থাপিত স্মৃতিফলকে ফুল দিয়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন ও শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে ওই প্রতিষ্ঠানের হলরুমে শহীদদের স্মরণে এক স্মরণ ও আলোচনা সভা হয়।

অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- সাবেক পানিসম্পদমন্ত্রী ও সাংসদ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এ সময় তৎকালীন মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার নুর মোহাম্মদ বাবুল, মুক্তিযোদ্ধা খন্দকার মোরাদ হোসেন, নওয়াব উদ্দিন আহমেদ টোকন মিয়া প্রমুখ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৬ বছর পরও সেখানে সরকারি উদ্যোগে নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ, স্বীকৃতি পায়নি শহীদ পরিবারগুলো। এসব স্বীকৃতি প্রদানে তারা সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ মে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রাম ও আশেপাশের এলাকার ৩৩ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে পাক-বাহিনী, জ্বালিয়ে দেয়া হয় ময়েনদিয়া বাজারসহ শতাধিক বাড়ি-ঘর।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে মানুষের আত্মার জায়গায় নিতে চাই: ডিবিপ্রধান
১৭১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
সাবেক ওসি প্রদীপের স্ত্রীর জামিন স্থগিত
জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন: গবেষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা