বাংলাদেশের সব চোরই শিক্ষিত: পার্থ
শিক্ষিত হওয়ার আগে ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়েছেন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘বাংলাদেশের সব বড় বড় চোরেরাই শিক্ষিত। এ জন্য প্রথমে ভাল মানুষ হতে হবে, তার পর শিক্ষিত হবে হবে।’
বুধবার ভোলা উকিল পাড়ায় পারিবারিক বাসভবন শান্ত নীড়ে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর ভোলা পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্থ এসব কথা বলেন।
বিজেপি নেতা বলেন, ‘আমরা আধুনিকতার নামে আমাদের মূল থেকে সরে যাচ্ছি। আমাদের সমাজকে যদি ভাল করতে হয় তা হলে যে যার রুটে ফেরত যেতে হবে। হিন্দুকে গীতায় যেতে হবে, খ্রিষ্টানকে বাইবেলে যেতে হবে এবং মুসলমানকে কুরআনে যেতে হবে। এক কথায় ধর্ম ছাড়া মানুষ ভালো হতে পারে না।’
অনুষ্ঠানে পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এই আয়োজনে বক্তব্য রাখেন ভোলা বিজেপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, আমিরুল ইসলাম রতন, আব্দুল্লাহ আল মামুন খসরু, নুরনবী, ছাত্র সমাজের নেতা আনোয়ার হোসেন, কামাল উদ্দিন সর্দার।
ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/ডব্লিউবি
মন্তব্য করুন