মেহেরপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ নিহত

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০১৭, ০৯:১৮
অ- অ+

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে গাংনী থানা পুলিশের টহলদলের সঙ্গে গোলাগুলিতে তার মৃত্যু হয়। মরদেহ পুলিশের হেফাজতে নিলেও এখনো তার পরিচয় জানা যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। এ সময় গাংনী থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। কিছু সময় গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টার গান, এক রাউন্ড গুলি, দুটি বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি ওসির।

ঢাকাটাইমস/১৮মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, কুয়েত সিটি ও বাগদাদে ‘বিপজ্জনক’
দিনে তিন কাপ কফি বাড়ায় আয়ু! ক্যানসার-হার্টের সমস্যাও হবে পগারপার
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা