শিবচরে পাটক্ষেতে নারীর লাশ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০১৭, ১১:৫১
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি পাটক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর নামপরিচয় শনাক্ত করতে পারেনি কেউ।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্যাকান্দি গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবচর থানা পুলিশ জানায়, রাত নয়টার দিকে পাটক্ষেতে গলায় ওড়না পেঁচানো ওই নারীর মরদেহ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় পাশে থাকা লাল খয়েরি রংয়ের একটি ভ্যানিটি ব্যাগও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। মরদেহ সুরতহাল শেষে রাতেই ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।

ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৯ দিনে ভোমরা বন্দর দিয়ে এসেছে ৩৫ হাজার টন চাল 
জুট ব্যবসাকে কেন্দ্র করে ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
শেখ হাসিনা ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: জুয়েল
মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে আনসার-ভিডিপি: মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা