টঙ্গী ইজতেমা মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে আকস্মিক বজ্রপাতে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে তার মৃত্য হয়।
নিহত সোহেল টঙ্গীর চেরাগআলী এলাকার আব্দুল হামিদের ছেলে। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করত।
পুলিশ জানায়, শুক্রবার বন্ধুদের সাথে ইজতেমা ময়দানে ক্রিকেট খেলার সময় আকস্মিক বজ্রপাতে সোহেল মারা যায়। তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন