‘এসব কথা চালাচালি বন্ধ হোক’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০১৭, ১৪:২৫ | প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৪:১৭

ঢাকাই চলচ্চিত্রের সুতিকাগারখ্যাত এফডিসিতে চলছে নৈরাজ্য। বয়কট, নিষিদ্ধ, শোকজ নিয়েই মেতে উঠেছে চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কার্যকরী কমিটি। শীর্ষ চিত্রনায়ক শাকিব খান, বাপ্পারাজ, নির্মাতা শামিম আহমেদ রনি নাটকের পর শেষ পর্যন্ত এ কমিটির মহাসচিব বদিউল আলম খোকন নায়করাজ রাজ্জাককে নিয়েও কটু মন্তব্য করেছেন।

শনিবার (২১ মে) দুপুরে এফডিসিতে সমিতির এক আড্ডায় নায়করাজ রাজ্জাককে অকথ্য ভাষায় গালি দিয়ে কথা বলেছেন সমিতির মহাসচিব বাদিউল আলম খোকন। এমন অভিযোগ করেছেন সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রপরিচালক গাজী মাহবুব। এসব নিয়ে কথা বলায় গাজী মাহবুবকেও নিষিদ্ধ করা হবে বলে নোটিশ করেন খোকন।

এসব নিয়ে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে কথা হয় । তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘সেখানে তেমন কিছু হয়নি। সবাই একটু বাড়িয়ে বাড়িয়ে বলেছে। খোকন কিছু বললে তার কথা সবাই একটু বাড়িয়েই বলছে। তিলকে তাল বানিয়ে দেয়া হচ্ছে। আমি ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে এফডিসিতে গিয়ে সব বন্ধ করেছি। যা হয়েছে তা খুবই তুচ্ছ ও ভুল বুঝাবুঝি। বেশি কিছু না। কিন্তু সেসব নিয়েই বেশি কথা হচ্ছে। আমি চাই এসব কথা চালাচালি বন্ধ হোক। এমনিতেই চলচ্চিত্রের অবস্থা ভাল না। আপনাদেরকেও বলবো চলচ্চিত্রের স্বার্থেই এই ধরনের নিউজ করবেন না।’

তিনি আরো বলেন, ‘রাজ্জাক সাহেব অনেক সম্মানিত মানুষ। আমরা তাকে শ্রদ্ধা করি। গতবার ৭৫তম জন্মদিনে আমরা তার জন্মদিন পালন করেছি। এসব নিয়ে কথা বললে তাকেই আসলে অসম্মান করা হবে। আমাদের ২৫ তারিখে একটি সম্মেলন আছে। এরপর আমরা বসে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নিব। তথ্য মন্ত্রণালয় থেকেই এই মিটিংয়ের কথা বলা হয়েছে।’

ঢাকাটাইমস/২১মে/এমইউ/এজেড

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :