হরিণাকুণ্ডুতে এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন নূপুর খাতুন (১৫) নামে এক কিশোরী। রবিবার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূপুর ওই গ্রামের আসাদুল মন্ডলের মেয়ে। তিনি দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর মো. শামীম হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবারর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নুপুর ইন্টারনেট থেকে জানতে পারে সে ফেল করেছে। এরপর হতাশ হয়ে সে ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’
দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন পিন্টু জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এভাবে সে আত্মহত্যা করবে ভাবতেও পারিনি।’
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ‘খবরটিশুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কিশোরির উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
(ঢাকাটাইমস/১৩মে/এজে)

মন্তব্য করুন