রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ জাগু ও তাইজুল নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি আমেরিকান পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সন্ত্রাসী জাগু ও তাইজুলকে গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাসী জাগুর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন