মেসির হাতে পিচিচি ট্রফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ১০:২৪| আপডেট : ২২ মে ২০১৭, ১০:৩৮
অ- অ+

মৌসুমটা নিঃসন্দেহে ভালো কাটেনি বার্সার। চ্যাম্পিয়নস লিগ থেকে মলিন বিদায়। লা লিগার শিরোপা না পাওয়ার বেদনা কুড়ে খাবে মেসি-নেইমার-সুয়ারেজদের।

এতসব খারাপ খবরের মাঝে একটা সুখবর। লা লিগার সেরা গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি ঝুলিতে পুরেছেন লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের দিনে খেতাবটা মেসির জন্য সান্ত্বনার হতে পারে।

এনিয়ে মোট চারবার পিচিচি জিতলেন মেসি। সবচেয়ে বেশি পিচিচি ট্রফিজয়ীদের তালিকায় মেসির পেছনে পড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সর্বোচ্চ ৬ বার এ পুরস্কার পেয়েছেন স্পেনের লিজেন্ড তেলমো জারা। এছাড়া ৫ বার করে মুকুটটি জিতেছেন আলফ্রেদো দি স্তেফানো, কুইনি ও হুগো সানচেজ।

এ মৌসুমে বার্সেলোনার জার্সিতে লিগে ৩৭ গোল করেছেন মেসি। গতবারের সর্বোচ্চ গোলদাতা ও ক্লাব সতীর্থ লুই সুয়ারেস এবার ২৯ গোল করে দ্বিতীয় স্থানে আছেন। আর তিনে থাকা রোনালদোর গোল সংখ্যা ২৫টি।

মৌসুমের শেষদিনেও গোল পেয়েছেন মেসি, সুয়ারেজ এবং রোনালদো। এইবারের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। এক গোল করেছেন সুয়ারেজ। মালাগার বিপক্ষে গেল রাতে এক গোল করেন রোনালদো।

(ঢাকাটাইমস/২২মে/জেইউএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের দাপটে কোণঠাসা ইংল্যান্ড
সংবিধান সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব শিহাব উদ্দীন
যে কারণে কাউন্সিল পেছালো এবি পার্টি
দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করুন, সরকারকে ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা