রমজানে ডিএসইতে লেনদেনের নতুন সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ১১:৫৬| আপডেট : ২৮ মে ২০১৭, ১০:২৬
অ- অ+
ফাইল ছবি

পবিত্র রমজান মাসে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে লেনদেন।

গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসই অফিস সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে।

রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকাটাইমস/২২মে/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে রিজিওনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত
রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকেটে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ পর্যন্ত ছাড়! পাবেন যেভাবে?
ভালুকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
জনপ্রশাসন সংস্কারে সুপারিশ জমা দিল বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা