সিরাজগঞ্জে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জের এনায়েতপুরে অটোরিকশা চাপায় রিয়াজ ফকির ৬৭ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে এনায়েতপুরের রুপসী ঘাটাবাড়ি বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ রুপসী গ্রামের রহিজ ফকিরের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিশ্বাস জানান, ফজরের নামাজ পড়ে ঘাটাবাড়ি আঞ্চলিক সড়কের বাজার এলাকায় প্রাতঃভ্রমণ করছিলেন রিয়াজ ফকির। এ সময় শাহজাদপুর থেকে বেলকুচিগ্রামী একটি অটোরিকশা চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন