ভোলায় দুই হাজার ইয়াবাসহ আটক-২
ভোলায় ২ হাজার ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ ও সামসুল আলম নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। এদের দুজনেরেই বাড়ি কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডে।
সোমবার দুপুরে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, সকালে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবিরের নেতৃত্বে ইলিশা ফাঁড়ি পুলিশের একটি টিম নিয়ে গোপন সংবাদে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মজুচৌধুরী ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি স্পিটবোট থেকে নামার সময় আব্দুল্লাহ ও সামসুল আলমকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা আনারসের ভেতর থেকে ২১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন