নরসিংদীতে পুত্রের হাতে পিতা খুন
পারিবারিক কলহকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্রের হাতে লাঠির আঘাতে পিতা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।
দক্ষিণ কারারচরের নিজ বাড়িতেই বিকালে পারিবারিক বিষয় নিয়ে পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। এক পর্যায়ে পুত্র হাবিব মিয়া ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি নিয়ে পিতা রুমান মিয়ার মাথায় পরপর কয়েকটি আঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
তারা জানায়, এতে রুমান মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। এসময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা বৃদ্ধ রুমান মিয়াকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন