হবিগঞ্জে দুই কিশোরের ট্রেনে কাটা লাশ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে দুই কিশোরের ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মাধবপুর উপজেলার নয়াপাড়া রেলস্টেশনের প্রায় দেড় এক কিলোমিটার উত্তরে দুই কিশোরের ট্রেনে কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলো, নয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাদারবড়া গ্রামের আকবর আলী খানের ছেলে তামজিদ খান (১৬) ও ইছব আলীর ছেলে নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (১৫)।
স্থানীয়রা জানান, ওই দুই কিশোর সেহরি খেয়ে ফজরের নামাজ শেষে এসে রেললাইনে শুয়ে পড়ে। সকাল ৭টার দিকে ট্রেনে কাটা পড়ে তারা মারা যায়। তবে কোন ট্রেনে তারা কাটা পড়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তাপস বড়ুয়া।
(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন