আখাউড়ায় নারীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পৌরশহরের খরমপুর কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় অজ্ঞাত (৪৫) ওই মহিলাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সে মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাক্ষণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন