জামালপুরে ১৫৯ বস্তা ‘সরকারি’ চাল জব্দ
জামালপুর সদর উপজেলার শরিফপুরের একটি ধানের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লেখা সংবলিত ১৫৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ মফিজুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় শরিফপুর বাজারের একটি ধানের গুদামে রাখা এই চাল জব্দ করেন।
স্থানীয়দের অভিযোগ, ধান ব্যবসায়ী মো. ফরহাদ আলীর ধানের গুদামে রাখা চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মান্নানের। তিনি প্রায় দেড় মাস আগে হতদরিদ্রদের জন্য বরাদ্দ এই চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দেন ধান ব্যবসায়ী ফরহাদের কাছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ মফিজুর রহমান বলেন, চালের বস্তায় খাদ্য অধিদপ্তর লেখা থাকলেও চালগুলো খাদ্যবান্ধব বা হতদরিদ্রদের জন্য বরাদ্দ কিনা তার প্রমাণ মেলেনি। তবে গুদামের মালিকের দাবি চালগুলো তিনি একটি রাইস মিল থেকে ক্রয় করেছেন। জব্দ চালের কাগজপত্র যাচাইয়ের জন্য স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন